শিমুল শাখাওয়াতঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়,নেত্রকোণা কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী (০৩/১০/২০২১ইং হইতে ০৭/১০/২০২১পর্যন্ত)
“নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, নেত্রকোণা এর উপ-ব্যবস্থাপক মোঃ আক্রাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার কর। উক্ত কোর্সে ২৫(পঁচিশ) জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন যাদের শিল্প স্থাপন, ব্যবসায় উন্নয়ন এবং বিপণন সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিসিক শিল্পনগরী,নেত্রকোণায় আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ শিল্পনগরীর বিভিন্ন শিল্পইউনিটের শিল্পমালিকগণ উপস্থিত ছিলেন।