বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা হেলিপ্যাড মাঠে রোজা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা উত্তর মহানগর কৃষকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেলের নেতৃত্বে কেক কেটে, বাজি ফুঁটিয়ে ও আনন্দ রেলির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এই আনন্দ আয়োজনে রোজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।