মো. সাকের খান (মদন) : নেত্রকোনার মদনে দ্বিতীয় শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাঈম মিয়া (১৮) নামের যুবককে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। সাঈম মিয়া মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি (উচিতপুর শান্তিপাড়া) গ্রামের এমপাস মিয়ার ছেলে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মদন থানার পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, ওই মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রবিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির সামনে সরকারী যাত্রী চাউনির পেছনে খেলা করে মেয়েটি। এ সময় সাঈম মিয়া যাত্রী চাউনির পাশে জৈনক একটি ফার্মেসির পেছনে নিয়ে মেয়েটিকে জোড় পূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খোলে বলে। এমন অভিযোগের প্রেক্ষিতে মদন থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে সাঈম কে গ্রেপ্তার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাঈম মিয়াকে আটক করা হয়েছে। । মেয়েটিকে ডাক্তারী পরিক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাঈম কে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।