পূর্বধলা প্রতিনিধিঃ
করোনাযোদ্ধা এবং মাঠপর্যায়ে প্রশাসনের সাহসী নারী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
উম্মে কুলসুম ছাড়াও তার স্বামী কাউসারুল আলম এবং তাদের মেয়ে আওয়াইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শাহীন মিয়া গণমাধ্যম কর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পূর্বধলা স্বাস্থ্য বিভাগের রেপিড টেস্টে করোনা পজেটিভ আসে। এস্টোজেনেকা কোভিশিল্ড ২য় ডোজ টীকা নেওয়ার পরেও তারা করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম মোবাইল ফোনে
বলেন, গত তিন চার দিন ধরে শরীর ব্যথা’সহ সর্দি-জ্বর ছিল। কিছুটা সমস্যা হলেও এখন ভালো আছি। গত বৃহস্পতিবার আমার মেয়ের
এবং আজ সোমবার সকালে নমুনা পরীক্ষার ফল পেয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছি। সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি। ইউএনও উম্মে কুলসুম করোনা সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত।
তিনি উপজেলায় লকডাউন বাস্তবায়ন, করোনা রোগীদের খোঁজখবর ও তাদের পরিবারকে সহায়তা’সহ বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসা লাভ করেন।