মো. সাকের খান (মদন) : করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা গতিশীল করতে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার উচিতপুর পর্যটন কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চেয়ারম্যান সাজ্জাদুল হাসান মদন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. সাঈম হাসান রিয়াদ এর নিকট ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক বুলবুল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এ কে এম রিফাত সাঈদ, মদন পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।