সাইফুল আরিফ জুয়েল : মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জে আনসার ভিডিপির অস্বচ্ছল সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আনসার-ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে দেওয়া এসব খাদ্য সামগ্রী শুক্রবার দুপুরে উপজেলা চত্বরে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা রীমি ফেরদৌসি উপস্থিত ছিলেন।
এতে আনসার ভিডিপির অস্বচ্ছল ৬০ জন সদস্যকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেয়াজ, সাবান ইত্যাদি।
উপজেলা কর্মকর্তা রীমি ফেরদৌসি বলেন, মহাপরিচালক স্যারের উপহার স্বরুপ আমাদের অস্বচ্ছল সদস্যদের এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এর আগেও লকডাউনের সময়ও আমাদের অস্বচ্ছল সদস্যদের বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে।