কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের পরের দিন কানু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের পাওয়া গেল কংস নদীতে। শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে দুপুরে দিকে উপজেলার ধনপুর জালপাড়া গ্রামে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কান্দু মিয়া উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া নামাপাড়া গ্রামের মৃত হাসমত উল্লাহ ছেলে এবং তিনি দীর্ঘ ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বৃদ্ধের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর ক
গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পেছনে কংস নদীতে গোসল করতে যান কান্দু মিয়া। নদীতে নেমে ডুব দেয়ার পর তিনি নিখোঁজ থাকেন। পরিবারের লোকজন এলাকাবাসীর সহায়তায় অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। পরের দিন শুক্রবার সকাল ১১টার দিকে ধনপুর জালপাড়া গ্রামের কাছে নদীতে বৃদ্ধের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ কান্দু মিয়ার লাশ উদ্ধার করে।