বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনী তফসিল অনুসারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
বুধবার (১৮ আগস্ট) নেত্রকোনা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ্, অনন্ত কুমার সরকার ও শরীফ আহমেদ-এঁর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ তথ্য মতে নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. মাজাহারুল ইসলাম, পরিচালক এ.কে.এম আজহারুল ইসলাম, নূর ঊন নাহার মোর্শেদা শিরিন চিশতি মুক্তি, দেওয়ান কামরুল হাসান সায়েম এবং সকলে তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।