অমৃত চন্দ্র দাস, খালিয়াজুরী (নেত্রকোনা) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঈদগাহ হতে কল্যানপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আর সিসি ব্লকসহ সড়ক নির্মাণে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলী মো. ইউনুছ আলীর অনিয়ম-দুর্নীতি প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১৮ আগষ্ট) দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে এ অভিযোগ ও দাবি জানানো হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অধীনে হাওরাঞ্চলের জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ০) এর অর্থায়নে ৩ কোটি ৭ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থ বছরে নেত্রকোনার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এ ওয়াহেদ ও মেসার্স সায়োয়ার জাহান কৃষ্ণপুরের ঈদগাহ হতে কল্যানপুরের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার আর সিসি (ব্লকসহ) সড়ক নির্মাণে মাটির সঠিক কমপ্রেশন না করে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করেছে।
তারা আরও বলেন, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণে ঢালাইকাজে ও সিসি ব্লক বসানোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলা প্রকৌশলী মো. ইউনুছ আলীর যোগসাজশে ঠিকাদাররা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন।নিম্ন মানের জিও টেক্সটাইল ও ৬ ইঞ্চি সিসি ব্লকের মধ্যে ৩-৪ ইঞ্চি সিসি ব্লক বসানো হয়েছে। কাজের শুরুতেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
এ ব্যাপারে এলজিইডি’র উপজেলা প্রকৌশলীর কাছে বারবার অভিযোগ জানানো হলেও তিনি আমাদের অনুরোধ ও অভিযোগ এড়িয়ে যাচ্ছেন। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আকুল আবেদন- সড়ক নির্মাণকাজের দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. শামীম মোড়ল, বাবুল হাজি, সাংবাদিক ইকবাল হোসেন ও সমাজকর্মী আহম্মদ বাবু প্রমুখ।
এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী মো. ইউনুছ আলী যুগান্তরকে বলেন, ওই কাজটি করতে গিয়ে ঊনিশ-বিশ হতে পারে।এমন সামান্য বিষয় নিয়ে আপনারা যদি নিউজ করতে চান তবে করে দেখন আপনারা কদ্দূর করতে পারেন।