মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় সদ্যবিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান ও ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুল্লাহ খানকে বিদায়ী ও নবাগত ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বরণ সংবর্ধনা দিয়েছে কেন্দুয়া অফিসার্স ক্লাব।
সোমবার (১৬ জুলাই) সন্ধ্যার পর কেন্দুয়া অফিসার্স ক্লাব উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, সদ্যবিদায়ী এসিল্যান্ড মোঃ খবিরুল আহসান, উপজেলা প্রকৌশলী জাকির হাসান,পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মুজিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য সাজ্জাত হোসেন, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ, বরণীয় ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা,সমাজসেবা কর্মকর্তা ইউনুছ রনি প্রমুখ।
সদ্যবিদায়ী এসিল্যান্ড মোঃ খবিরুল আহসানকে সৎ, কর্মট ও মানবিক অফিসার হিসেবে উল্লেখ্য বক্তারা বলেন, কেন্দুয়ায় কর্মক্ষেত্রে ভূমি সেবায় সততার যে স্বাক্ষর রেখে এবং ভূমি অফিসের অবকাঠামো যে উন্নয়ন কাজ করে গেছেন কেন্দুয়াবাসী তা হৃদয়ে স্বরণ রাখবে। আর বরণীয় ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়ন ঘটাবেন সেই প্রত্যাশা রাখেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসানের নেত্রকোনা সদর ভূমি অফিসে পদায়ন হওয়ায় সোমবার (১৬ জুলাই) যোগদান করেছেন। আর ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুল্লাহ খান কলমাকান্দা থানায় পদায়ন হওয়ায় যোগদান করেছেন।