কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈদ্যুতিক মটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনিরুজ্জামান হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মনিরুজ্জামান উপজেলার পৌরশহরে আদমপুর এলাকার মৃত মজিবুর রহমানে ছেলে এবং তিনি কেন্দুয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী ছিলেন।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মনিরুজ্জামান বাড়ির পেছনে নিজেদের মৎস্য খামারে বৈদ্যুতিক মটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিকাল আড়াইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হৃদয়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।