সাইফুর আরিফ জুয়েল (মোহনগঞ্জ) : নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, উপজেলার মানশ্রী গ্রামের মোঃ আনোয়াের হোসেন (২৭), ও পৌরশহরের উত্তর দৌলতপুরের পরশ মিয়া (২০), রিফাত মিয়া (২২) ও আল মবিন রোডের সোলায়মান (১৯)।
শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়। আর অত্যাচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিবারের অভিযোগের গ্রেক্ষিতে সোলায়মানকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।