মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পাশাপাশি পৃথক অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ পাঁচ হাজার ৭৬০ টাকা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে গোপন সংবাদে শনিরাত রাত ১০টার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন এসআই মাজহারুল ইসলাম।
আটকরা হলেন, পৌরশহরের টেংগাপাড়ার জাহাঙ্গীর আলম (৪০), জিয়াউল হক (৩৯), শফিকুল আলম শফিক (৪০), মমিন শেখ (৪০), এস এম জুয়েল মিয়া (৪০), মোজাম্মেল হক লিটন (৩৯) ও আলমগীর মিয়া (৪০)।
এদের মধ্যে আলমগীর মিয়াকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। বাকিরা সবাই জুয়াড়ি বলে জানায় পুলিশ।
মোহনগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।