বিশেষ প্রতিনিধি : “শোকের মাসে, অসহায়ের পাশে” এই শ্লোগানে করোনা পরিস্থিতিতে ছিন্নমূল, দুস্থ ও খেটে খাওয়া অসহায়দের পাশে নেত্রকোনায় যুবলীগ প্রার্থী এ.কে.এম. আজাহারুল ইসলাম অরুণ। বৃহস্পতিবার (৫ আগস্ট) সহ ব্যক্তি তহবিল ও এসএসসি’৯৫ ব্যাচের বন্ধুদের তহবিল থেকে গত তিন দিনে এক হাজার অসহায়ের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. মাঈদুল হোসেন খান নিখিলের আহব্বানে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে নিজ অর্থায়নে দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন এই যুবলীগ নেতা।
এরআগেও গত মঙ্গলবার (৩ আগস্ট) সদর উপজেলার রৌহা এলাকায় আরও তিন শতাশিক মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।

এছাড়াও গত বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্জুমান’৯৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সম্মিলিত তহবিল থেকে বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ অসচ্ছল, দরিদ্র ও নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, লবণ, পেঁয়াজ, এক লিটার তেল, দুই কেজি আলু ও একটি সাবান।