মো. সাকের খান (মদন) : নেত্রকোনার মদনে বখাটের উত্যক্ত থেকে রক্ষা পেতে ৯৯৯ নম্বরে ফোন করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার। কিশোরীর হাতের লিখা প্রেমপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ায় সোমবার(২ আগষ্ট) দুপুরে কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করেন। মদন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে বখাটের বড় ভাই কামাল মিয়া মোবাইল ফোন জব্দ করে। মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রানা মিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মাহমুদপুর গ্রামের কাদির মিয়ার ছেলে।
কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এক সন্তানের জনক অভিযুক্ত রানা মিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে বসবাস করেন। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেনির শিক্ষার্থী। রানা মিয়া এক বছর ধরে ওই কিশোরীকে প্রেম নিবেদন করে আসছে। কিশোরী তার প্রেম নিবেদনের তিনটি উত্তরপত্র লিখে। পরে প্রেমে সাড়া না পেয়ে রানা মিয়া কিশোরীর দেওয়া উত্তরপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুকে) ছেড়ে দেয়।
এর পর থেকে কিশোরীর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়ায় সোমবার (২ আগস্ট) দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
কিশোরীর মা বলেন, আমার মেয়েকে মাদকাসক্ত রানা মিয়া দীর্ঘদিন ধরে প্রেমেরে প্রস্তাব দিয়ে আসছে। আমার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে রানা মিয়ার কাছে চিঠি লিখে। ওই চিঠিগুলো ফেসবুকে ছেড়ে দেওয়ায় ভয় দেখিয়ে আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। আমার মেয়ে রাজি না হওয়ায় ফেসবুকে ছেড়ে দিয়েছে। প্রতিবাদ করায় আমাদের মারপিট করে হুমকি দিয়েছে। উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাই।
অভিযুক্ত রানা মিয়া বলেন, আমার সাথে তার (কিশোরীর) প্রেমের সম্পর্ক রয়েছে। সে সেচ্ছায় আমার বাড়িতে কয়েকদিন পর পর চলে আসে। তার দেওয়া চিঠি আমার ফেসবুক আইডিতেকে দিয়েছে জানি না। তারা আজ (সোমবার) সকালে আমাদের বাড়িতে এসে মারামারি শুরু করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়েটির পরিবার লিখিত অবিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।