মো. সাকের খান (মদন) : নেত্রকোনার মদন উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি ও জুয়ারিহ সাতজনকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম (৩০) দেওয়ান নাদিম (৩০), মো. দিদার (২৮), আনিস মিয়া (৩২) ও তাজবীর চৌধুরী শিমুল (৩৪) এদেরকে উপজেলার ফতেপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রজু হয়েছে। ধানকুনিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কাওসারকে (৩৪) সাত পিস ইয়াবাসহ উপজেলার আলমশ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়াকে মাখনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, সাজাপ্রাপ্ত আসাামি, জুয়ারি ও মাদকসেবনকারী সহ সাতজনকে বুধবার রাতে পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার জেলা আদালতে পাঠানো হয়েছে।