মো. সাকের খান (মদন) : নেত্রকোনার মদন উপজেলায় জহিরুল ইসলাম (২৭) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নে কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালে মাদক আইনে মদন থানায় মামলা হয়। মামলার পর থেকে সে আদালতে হাজিরা না দেয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তখন থেকে আসামি জহিরুল ইসলাম পলাতক থাকে। ২০২১ সালের জানুয়ারী মাসে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এরই প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে নেত্রকোনা জেল হাজতে পাঠানো হয়েছে।