সাইফুল আরিফ জুয়েল (মোহনগঞ্জ) : সম্প্রতি মালিকবিহীন একটি গরু উদ্ধার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানার পুলিশ। উদ্ধারের পর এর মালিকের খোঁজ করার পাশপাশি এক সপ্তাহের বেশি সময় ধরে থানায় রেখে এটিকে লালন-পালন করছেন তারা।
পুলিশ জানায়, গোপন সংবাদে উপজেলার কলুঙ্কা গ্রামের বাদর আলী (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে গত ৩ জুলাই গরুটি উদ্ধার করা হয়। মালিকবিহীন গরুটি দুই মাস ধরেই তিনি লালন পালন করছিলেন।
বাদর আলী জানায়, দুই মাস আগে গ্রামের সোহেল নাম এক ব্যক্তি তার বাড়ির সামনে এই গরুটি পায়। বিষয়টি ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমানকে জানানো হয়। চেয়ারম্যান সাহেব গরুটি আমার কাছে রাখতে বলেন। তিনি বলেন, পরে মালিক পাওয়া গেলে বুঝিয়ে দেওয়া হবে। তখন থেকেই আমিই এটিকে লালন পালন করছিলাম। পরে পুলিশ এসে গরুটি থানায় নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম বলেন, ওই ব্যক্তি দুই মাস ধরে গরুটি নিজের রাখছিলেন। সে বিষয়টি আমাদেরকে জানায়নি। তবে স্থানীয় চেয়ারম্যানকে নাকি এ বিষয়টি তিনি অবগত করেছিলেন। পরে গোপন সংবাদ পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। মালিক খোঁজার পাশাপাশি থানায় রেখেই খাবার খাওয়াচ্ছি।
তিনি বলেন, মালিকের সন্ধানে উপজেলার সব জায়গাতেই খবর পাঠিয়েছি। শেষে মালিক পেতে ব্যর্থ হলে আদালতের মাধ্যমে অকশনে দেওয়ার ব্যবস্থা করা হবে।
মোহনঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রকৃত মালিক যেন তার গরুটি বুঝে নিতে পারেন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষে প্রচারণাও চালানো হচ্ছে। পাশাপাশি গরুটিকে যত্ন নেওয়া হচ্ছে। শেষে ব্যর্থ হলে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।