সাইফুল আরিফ জুয়েল (মোহনগঞ্জ) : ‘মুজিবর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যে মুজিববর্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশের ন্যায় নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৭ জুলাই) উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সরকার জয়ের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ করা হয়।
ছাত্রলীগ নেতা সাগর সরকার জয় বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের আহবানে জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রবিউল আওয়াল শাওনের নির্দেশনায় আমরা এই বৃক্ষরোপণ করেছি।
তিনি আরোও বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু, মানুষের নানা কর্মকাণ্ডে এই বৃক্ষ অবদান রেখে চলেছে। কিন্তু সেই অপরূপ সবুজের সমারোহ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার্থে সবুজের এই সমারোহ টিকিয়ে রাখতে এ বৃক্ষরোপণের এই কর্মসূচি।