সাইফুল আরিফ জুয়েল (মোহনগঞ্জ) : নেত্রকোনার মোহনগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের ৪র্থ দিনে নিয়ম না মানায় বিভিন্ন দোকানি ও পথচারিদের ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত লকডাউনের আওতা বহির্ভূত দোকান খোলা রাখায় বিভিন্ন দোকানি ও অকারণে শহরে ঘুরাফেরা করতে আসা পথচারিদের এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এ অভিযানে সেনা বাহিনীর সদস্যরাও অংশ গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।