মো. সাকের খান (মদন) : নেত্রকোনার মদন উপজেলা ছাত্রলীগের উদ্যেগে মাস্ক বিতরণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোবায়েল আহমেদ খানের অনুপ্রেরণায় মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।
রবিবার মদন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নিশাদ এ মাস্ক বিতরণ করেন। তিনি উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্য বিধি মেনে লকডাউন বাস্তবায়ন করতে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মোস্তাফিক হোসাইন মুসা, মদন উপজেলা ছাত্রলীগের সোহেল রানা, রুবেল খান, রোমান আহমেদ, কাজী তানভীর প্রমূখ।