পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীসহ করোনা প্রতিরোধ ও মোকাবেলা কমিটির সদস্যরা।
লগডাউনের প্রথম দিন আজ বৃহস্পতিবার স্বাস্থ্য বিধি না মানায় ১৯ ব্যক্তিকে
মোট ৭হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সদরের চৌরাস্তা , পূর্বধলা বাজার, শ্যামগঞ্জ ও জারিয়া এলাকায়
জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এবং
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু’র নেতৃত্বে পৃথক পৃথকভাবে
পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭
জুলাই রাত ১২টা পর্যন্ত
কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকবে প্রশাসন।
পূর্বধলায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন, ১৯ ব্যক্তিকে জরিমানা
Date:
Share post: