কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (২১ জুন) সকালে পৌরশহরে ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষ রোপণ করা হয়। নিজ উদ্যোগে বৃক্ষ রোপন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা। তিনি বিদ্যালয়ের প্রাঙ্গনে বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ নিজ উদ্যোগে সবাইকে বৃক্ষরোপণের আহব্বান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবির সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শ্রেণি ও শাখার শিক্ষকমন্ডলীগণ।