মজিবুর রহমান (কেন্দুয়া) : ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বির্নিমাণে মুজিব বর্ষে ”বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায় আশ্রয়ণ-২ প্রকল্প আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভূমিহীন ৫৬ পরিবারের মাঝে জমির কাগজপত্র ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
রোববার (২০ জুন) সকালে উপজেলা পারিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেন্দুয়া উপজেলার ভূমিহীন পুরুষ ৩০ জন, মহিলা ১৪ জন, তৃতীয় লিঙ্গ ৮ জন ও ৪ জন ভিক্ষুক পরিবারের জমির কাগজপত্র ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম ও ইউএনও মো.মঈনউদ্দিন খন্দকার।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসান,ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান গণ, গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈনউদ্দিন খন্দকার জানান, এবার ৫৬টি পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের একটি করে পাকাঘর। ৫৬ টি ঘরের মধ্যে ২০ ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি ৩৬ ঘরের কাজ খুব শিঘ্রই সম্পন্ন করে সুবিধাভোগীদের বুঝিয়ে দেওয়া হবে।