মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : কোন ধরণের নতুন কর বৃদ্ধি না করে নেত্রকোনার মদন পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভার হল রুমে মেয়র সাইফুল ইসলাম সাইফ ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪০৮ টাকার বাজেট ঘোষণা করেছেন।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা, সরকারী বরাদ্ধ আশা করা হয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৫৭৩ টাকা,গুরুত্বপূর্ন নগর অবকাঠামো প্রকল্পে আশা করা হচ্ছে ৩ কোটি টাকা। সর্ব মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪০৮ টাকা। এছাড়া ২০২০-২১ অর্থ বছরের বাজেট থেকে ৪ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৭৪৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মদন পৌরসভার সচিব জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র শিরিন আক্তারসহ পৌর কাউন্সিলর বৃন্দ ও গনমাধ্যমকর্মীরা।