কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে গত সোমবার দিনগত রাত ১০টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ মুহুর্ত পর্যন্ত রাতব্যাপী এক ভক্তিমূলক গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহ সূফি আবু ইউসুফ মাস্তান চিশতী (রহ.) ওরফে কুমিল্লার মামার দ্বিতীয় প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে এ ভক্তিমূলক গানের আসরের আয়োজন করে মাজার কমিটি।
রাতব্যাপী এ গানের আসরে সংগীত পরিবেশন করেন, শিল্পী আজিজুল হক মুন্সী, বাউল মুকুল সরকার, আনিসুর রহমান সাগর, আব্দুল আউয়াল, তরিকুল ইসলাম ও শিশু শিল্পী আমির খসরু।
গানের আসরে লালন শাহ, উকিল মুন্সী ও জালাল খাঁসহ বিভিন্ন বাউল সাধকদের ভক্তিমূলক গান শুনে মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছু মহাজন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোবেল খান পাবেল, কবি ও গীতিকার আব্দুল হাই সেলিম, লালন ভক্ত আব্দুল হালিম চিশতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।