কে. এম. সাখাওয়াত হোসেন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি’র সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. রেজাউর রহমান ফয়সাল।
গত ৩ জুন ২০২১ তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষর সম্বলিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে।
মো. রেজাউর রহমান ফয়সাল নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাগড়া গ্রামের মো. আতাউর রহমানে মানিকের ছেলে। তাকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আশরাফ আলী খান খসরু এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা জনাব মো. রেজাউর রহমানাকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।