কে. এম. সাখায়াত হোসেন : ২০২১-২২ অর্থ বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করায় এক কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভায় জেলা সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
শনিবার (৫ জুন) সকালে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের মর্যাদাদানে তাঁর অসামান্য ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুব্রত সরকার, আইযুব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল সহ আরো অনেকে।