মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : মদনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা ও আত্মার মাগফিরাত কামনায়, খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
রবিবার (৩০ মে) আসর বাদ উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। মদন পৌরসদরে ৭ নং ওয়ার্ড পশ্চিম জাহাঙ্গীরপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ,মদন উপজেলা যুবদলের আহবায়ক গোলাম রসুল রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান হিমন, যুগ্ন আহবায়ক আমানুল্লাহ সায়েম,মোঃ সাকের খান, গোলাম মর্তুজা খান পাখি, পৌর যুবদল আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব, এনামুল হক যুগ্ন আহবায়ক সানাউল হক সেকুল, হুসাইন পরাগ, উপজেলা ছাত্রদল আহয়ক হুমায়ুন কবির, সদস্য সচিব এস এইস পিপলু সহ বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ ।