কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় সোহেল মিয়া (২১) নামে এক মটরসাইকেল চোরকে আটক করেছে বারহাট্টা থানা পুুলিশ। আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী চুরিকৃত মটরসাইকেলটি উদ্ধার করা হয়।
সোমবার (৩১ মে) দুপুরে সোহেলকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই থানার ওসি মো. মিজানুর রহমান।
সোহেল মিয়া জেলার কলমাকান্দা উপজেলায় খলিশাজুরি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। সে ঢাকায় গার্মেন্টেসে শ্রমিকের কাজ করে বলে জানা গেছে।
এর আগে সোমবার ভোর রাতে উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার আসমা ইউনিয়নের গাবরাকান্দা এলাকায় অভিযান চালিয়ে সোহেল মিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্যে চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে চুরিকৃত মোটরসাইল উদ্ধার করে পুলিশ।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, দুপুরের দিকে সাতদিনের রিমান্ড আবেদনসহ সোহেলকে আদালতের পাঠানো হয়েছে। আদালত তাকে জেলে প্রেরণ করেন। শুনানিতে রিমান্ড মঞ্জুর হলে তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।