বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আউটধার গ্রামের আজিজুল ইসলাম নামের এক খামারির ফ্রিজিয়াম জাতের এক গাভী তিনটি বাচ্চা প্রসব করেছে।তিনটি বাচ্চাই সুস্থ ও সবল রয়েছে ।সেই সাথে সবগুলো বাচ্চা বকনা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।দুর দুরান্ত হতে লোকজন গাভী ও বাচ্চাগুলোকে দেখতে খামার বাড়িতে ভীড় করছে।এই বিষয়টি নিশ্চিত করেছেন মনন সরকার।।