কে. এম.সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ উল্লেখ করে সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ওই বিওপি’র সুবেদার মো. রুহুল আমীনের ওই টহল দলটি সীমান্ত পিলার ১১৬৯/১৪-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের ভেতরে চকলেট বাড়ি নামক স্থানে ভারতীয় ১০টি মহিষ জব্দ করে।
জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ টাকা এবং এগুলো জেলা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে। তবে এসময় কোন চোরকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।