সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে দুর্গাপুরে প্রতিবাদ সভা
পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনাতয়নে এ প্রতিবাদ সভা হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, রিফাত আহমেদ রাসেল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে বুধবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক সংগঠন (নাসাস) এর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক রাখী দ্রং এর সভাপতিত্বে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা দেশের জনগণের উপকার করেছেন। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে।
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে দুর্গাপুরে প্রতিবাদ সভা
Date:
Share post: