জামালপুর প্রতিনিধি: প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ সমাবেশ জামালপুর প্রেসক্লাবের সামনে জামালপুর প্রেসক্লাব, নারী সাংবাদিক সংঘ নাসাসসহ অন্যান্য সংবাদ সংগঠনগুলো অংশ নেয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ সদরুজ্জামান হেলাল বীর প্রতীক, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, নুরুল জঙ্গী, বজলুর রহমান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সময় টিভির জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মিন্টু, কাফি পারভেজ, সাজ্জাদ আনসারী, আব্দুল আজিজ, মোখলেছুর রহমান, শওকত জামান, জুলফিকার মো. জাহিদ হাবিব, সরিষাবাড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে কবি জাকারিয়া জাহাঙ্গীর, শীলা আহমেদ, মেলান্দহ প্রেসক্লাবের হাজী আবুল হাসেম, নারী সাংবাদিক সংঘ নাসাস এর জামালপুর জেলা শাখার সদস্য পুতুল রাণী, লিমা আক্তার,তানজিনা, শাহাবুল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আগামীকাল সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান। প্রেসক্লাব সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।