সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মামলা দায়েরের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ মে, নগরীর ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীব, আহ্বায়ক ফজলুল হক খান রনি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক কমরেড মঞ্জুরুল হাসান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ময়মনসিংহ মহানগর’র আহ্বায়ক কমরেড আজহারুল ইসলাম আজাদ।
বক্তারা বাকস্বাধীনতা হরণ ও আমলাতান্ত্রিক পাশবিকতার নিন্দা জানিয়ে বলেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ আজ আমলাতন্ত্রিক বাংলাদেশে পরিণত হয়েছে। আর এই সরকার অসাধু আমলাতন্ত্রের উপর ভর করেই জনমত উপেক্ষা করেই ক্ষমতায় বসে আছে।
দূর্নীতি , লুটপাট, ঘুষবাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার ও আইনের অপপ্রয়োগ-সকল কালা কানুন রোধ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।
বক্তারা আরো বলেন যে, রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যে নথির জন্য তাকে অপদস্ত করা হয়েছে সে নথি প্রকাশ করতে হবে