কে. এম. সাখাওয়াত হোসেন : রাস্তার একপাশে পুকুর ও আরেক পাশে ছিল শিশু জান্নাতুলের বাড়ি। তার মা বাড়ি উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। জান্নাতুল খেলার ছলে তার মা’র অজান্তে বাড়ির উঠান থেকে রাস্তা অতিক্রম করে পুকুরে পড়ে যায়।
রাস্তা দিয়ে এক পথিক যাওয়ার সময় শিশুটিকে পুকুরে ভাসতে দেখে তার ডাক-চিৎকারে বাড়ির আশাপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে। পরে স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শনিবার বিকেল ৪টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চন্ডিগড় ইউনিয়নে উত্তর নোয়াগাঁও কুরেরপাড় এলাকায় এমনি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। শিশু জান্নাতুল ওই এলাকার খলিল মিয়ার আড়াই বছরের (৩০ মাস) শিশু কন্যা।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, হাসপাতালে আনার পুর্বে শিশুটির মৃত্যু হয়েছে।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, বাড়ির উঠানে শিশুটির মা ধান শুকানো কাজে ব্যস্ত ছিল। সকলের অজান্তে শিশু জান্নাতুল রাস্তা অতিক্রম করে পুকুরে পড়ে যায়। হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা গিয়েছে হাসপাতালের চিকিৎসক বিষয়টি জানিয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।