বাবলী আকন্দ ঃ “যত বড়ই উপাধি দেয়া হোক পেটে ভাত না থাকলে এসব উপাধির কার্যকারিতা থাকে না।” কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন একজন ইউডিসি উদ্যোক্তা। করোনাকালীন এ সময়ে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এটু আই এর অধীনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুক্তিভিত্তিক কাজ করছেন তারা গত ২০১০ সাল থেকে। ইউনিয়ন পরিষদের জন্ম – মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে স্কুল ব্যাংকিং, উপকারভোগীর তালিকা তৈরিসহ ৬০টি সেবা দিয়ে থাকেন ডিজিটাল উদ্যোক্তাগণ। সারাদেশে প্রায় ১০০০০(দশ হাজার) উদ্যোক্তাগণ সরকারের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। কিন্তু চুক্তিভিত্তিক এসব কাজ করতে গিয়ে তাদের বর্তমান অবস্থা কিভাবে কাটছে,কিভাবে তাদের জীবন যাপন করছেন সে বিষয়ে তাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউডিসি জানান, করোনা মহামারীতে সরকারের লকডাউনেও ইউনিয়ন পরিষদের কাজ আমাদের বিনামূল্যে করে দিতে হয়েছে। চুক্তিভিত্তিক আমরা যেসব সেবা সাধারণ মানুষকে দিতাম তার বিনিময়ে সামান্য ফি নিতাম। কিন্তু বর্তমানে সেসব সেবা ইউনিয়ন পরিষদের বাইরে কম্পিউটারের দোকান থেকে সেসব সেবা পেয়ে থাকে মানুষগণ। এতে কাজ তেমন পাওয়া যেত না। এতে করে আমাদের অর্থনৈতিক অবস্থার টানাপোড়েন ছিল। তবুও আমরা অনেক কষ্টে সেবা দিচ্ছিলাম। মূলত ইউনিয়ন পরিষদের কাজই আমরা করেছি যা বিনামূল্যে। করোনার এ মহামারীতে আমাদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এদিকে ঈদ। ঈদে নিজের সন্তানের মুখে ভালো কিছু খাবার তুলে দেয়ার মত অর্থটুকুও নাই হাতে। এ বলেই ইউডিসি উদ্যোক্তা কেঁদে ফেলেন। বলেন, চাকুরীর প্রাপ্তির আশায় যখন হন্যে হয়ে ঘুরছি,তখন প্রধানমন্ত্রীর এ উদ্যোগে আমরা খুশি হয়েছি এবং চুক্তিভিত্তিক ভাবে সেবা প্রদান শুরু করি। আমাদেরকে “ডিজিটাল সন্তান ” বলা হয়েছে। কিন্তু পরে আমাদের খবর আর কেউ রাখেনি। যারা চাকুরী প্রত্যাশী ছিল তারা বর্তমান সরকারের এ উদ্যোগে সামিল হয়ে আর চাকুরীর আবেদন করে নি এবং বর্তমানে অনেকের চাকুরী বয়সও শেষ হয়েছে। তারা না পারছে নিজেদের পরিবারের ভরণপোষণ নিতে না পারছে অন্য কোথাও কাজ খুঁজতে। এদিকে তাদের বিপর্যয়ে রেখেই গত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হয়। উক্ত পদে নিয়োগ বাইরে থেকে দেয়া হলে যারা উদ্যোক্তা হিসেবে সেবা দিচ্ছে তারা বেকার হয়ে পড়বে বিধায় গত ২০১৭ সালে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে ইউডিসি উদ্যোক্তাগণ। যার দাখিল নং ২৬৬৩/২০১৭ এবং পৃথক আরেকটি রিট পিটিশন দায়ের করে যার নং ৬০৭১/২০১৭। উক্ত বছরেই সুপ্রিম কোর্টের আপীল বিভাগ উক্ত পদে রিট পিটিশানদের অগ্রাধিকার দেয়ার আদেশ প্রদান করে। সে আদেশের প্রেক্ষিতে বর্তমানে কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি কর্তৃপক্ষের। বর্তমানে করোনা পরিস্থিতিতেও ইউডিসি উদ্যোক্তাগণ করোনা আক্রান্তদের তালিকা, ত্রাণ সরবরাহের তালিকা,উপকারভোগীদের তালিকা নিরলস শ্রম দিয়ে তৈরি করে যাচ্ছে। অথচ এখন পর্যন্ত তাদের তেমন মূল্যায়ন করাসহ আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারছেন না। এ ব্যাপারে ময়মনসিংহের একজন ইউডিসি জানান, গত ২০২০ সালের ২৯ মার্চ ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মো ঃ মিজানুর রহমান সকল ইউডিসিদের কাছ থেকে তালিকা নেন। যাতে করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে আর কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি। বর্তমানে তারা করোনা মহামারীতে অসহায় হয়ে পরিবার নিয়ে চলতে পারছেন না। তারা না কারো কাছে হাত পেতে চাইতে পাচ্ছেন না নিজেরা এ সেবা দিয়ে আর্থিকভাবে চলতে পারছেন। কয়েকজন ইউডিসি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের এ ক্ষেত্রকে রাজস্ব খাতে আনার দাবী জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তার ডিজিটাল সন্তানদের বেকারত্ব থেকে মুক্তি দিয়ে সক্ষমতা ফিরিয়ে আনার অনুরোধ জানান। উল্লেখ্য, শেখ হাসিনার উপহার, ডিজিটাল সরকার প্রতিপাদ্য নিয়ে রুপকল্প -২০২১ বাস্তবায়নের মূল উদ্দেশ্য ছিল তথ্য প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দেশ। তা বাস্তবায়নের লক্ষেই ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫৫৪ টি ইউনিয়ন, ৬১ টি জেলা,৩৯১ টি উপজেলা,৩২৮ টি পৌর এবং ৪০৭ টি নগর ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়।
Dailypurbomoy.com is one among the favored bangla news portals. it’s begun with commitment of fearless, investigative, informative and independent journalism. This online portal has began to provide real time news updates with maximum use of recent technology from 2018. Latest & breaking news of home and abroad, entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns and features are included in it. A genius team of Daily Purbomoy has been built with a gaggle of country’s energetic young journalists. We try to create a bridge with Bengalis round the world and adding a replacement dimension to online news portal. the house of materialistic news.