মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে প্রতিপক্ষের কিল ঘুষিতে কৃষক আবুল কাশেম(৬৫) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী তরুনা আক্তার(৪৫) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে বুধবার বিকালে এ হত্যা মামলা দায়ের করেন।
মদন থানার অফিসার ইনচার্য (ওসি) নিহত আবুল কাশেমের স্ত্রী তরুনা আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে বুধবার বিকালে একটি হত্যা দায়ের করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
ধান মাড়াই করাকে কেন্দ্র করে বরাটি মড়ল পাড়ার সামনে রবিবার(২ মে) দুপুরে আবুল কাশেমের সাথে একই গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে লিংকনের সাথে তর্কবিতর্ক হয়। এ সময় আব্দুল লতিফ, লিংকন, তাজুল ইসলাম, জুয়েলসহ আবুল কাশেম কে বেধড়ক মারপিট করে। স্থানীয় লোকজন কাশেম কে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার (৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।