অমৃত চন্দ্র দাস (খালিয়াজুরী) নেত্রকোনা : সারা দেশের মতো নেত্রকোনার খালিয়াজুরীতেও চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে নগর ইউনিয়নের তাঁতিয়া গ্রামের হতদরিদ্র কৃষক জগদীশ সরকারের ৪ বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই ঘরে তুলে দিয়েছেন খালিয়াজুরী উপজেলা যুবলীগের নেতা কর্মীরা ।
গতকাল ১লা মে ( শনিবার) সকাল থেকেই শুরু করেন যুবলীগের ধান কাটার কার্যক্রম ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক সাথে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মীর তোফায়েল আহমেদ। এতে অংশ গ্রহণ করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যরা, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগ নেতা কর্মীরাও অংশগ্রহণ করেন ।
উপজেলা যুবলীগ আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আসহায় হতদরিদ্র কৃষকদের সুবিধার জন্য ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।
উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন এমপির পৃষ্ঠপোষকতায় করোনা মহামারিতে খালিয়াজুরী উপজেলা যুবলীগের নেতৃত্বে শ্রমের মাধ্যমে কৃষকের পাশে দাড়িয়েছে যুবলীগ।