
করোনা মহামারীর কারণে রমজান মাসের শুরু থেকেই অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ কর্মী কৌশিক দাস শান্তর উদ্যোগে গত ২৫ এপ্রিল অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। কৌশিক দাস শান্ত বলেন
চলমান লকডাউনে অসহায়-দুঃস্থ মানুষেরা বিপাকে পড়েছেন। পবিত্র রমজানে এসব অসহায়-দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আজকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের যেকোন প্রয়োজনে, সংকটে সবসময় পাশে থাকবে ছাত্রলীগ।’
তিনি বলেন অসহায় মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। করোনাকালে গরীব অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে থেকে ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র রমজানে অসহায় রোজাদারদের হাতে হাতে ইফতার পৌঁছে দিয়েছি।’