মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন মাহড়া গ্রামের মাজহারুল ইসলাম মাজুকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে ২শ ৭০ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।
আটককৃত মাজু মাহরা গ্রামের মৃত হোসেন আলীর ফকির এর ছেলে।
শনিবার (১৭ এপ্রিল) রাত্রে বাঁশরী দক্ষিণপাড়া থেকে ইয়াবা সহ আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম ওরফে মাজু ফকির দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। তার নামে কেন্দুয়া থানা একটি মাদক মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা এনে মদন কেন্দুয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাত্রে মাদক পাচার কালে বাঁশরী থেকে ২৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, মাজহারুল ইসলাম ওরফে মাজু ফকিরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ রবিবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।