কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বি,এন,পি’র কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বেগম খালেদা জিয়ার (কোভিড-১৯) রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) বাদ এশা বি,এন,পি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নিজ বাড়িতে `সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (কোভিট -১৯)’ আশু রোগমুক্তি কামনায় তাৎক্ষণিকভাবে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় ।
এসময় ব্যারিস্টার কায়সার কামাল, কলমাকান্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন ও সাবেক সভাপতি নাজিম আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির,সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রসূল, সদস্য সচিব শেখ রবিন, রাকিবুল রতনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেন ।