মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : হত্যার হুমকি দিয়ে চাদা দাবি করায় নেত্রকোনার মদন উপজেলার রামদাসখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার মাঘান ইউনিয়নের আব্দুল হাই চৌধুরীর ছেলে আনোয়ার পারভেজ চৌধুরী বাদী হয়ে জিয়াউল হক চৌধুরীসহ চার জনকে আসামী করে নেত্রকোনার বিজ্ঞ আমলী আদালতে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা জানা যায়, মাঘান ইউনিয়ের ঘাটুয়া হিলিপ বাংলাদেশ, কলাগাছিয়া হাওর কিল্লা নির্মাণ প্রকল্পে মারাখলায় মাটি ভরাট কাজ বাস্তবায়ন করছেন আনোয়ার পারভেজ চৌধুরী। প্রকল্পের শুরু থেকেই সহকারী শিক্ষক জিয়াউল হক চৌধুরী নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে আনোয়ার পারভেজ এর নিকট ২ লাখ টাকা চাদা দাবি করে আসছে।
চাদা দিতে অসম্মতি প্রকাশ করলে জিয়াউল হক ক্ষিপ্ত হয়ে ধাড়ালো অস্ত্র নিয়ে আনোয়ার চৌধুরীকে খুন করার চেষ্টা করে। এ সময় জিয়াউল হক ও আসামীগণ আনোয়ারকে আহত করে তার কাছে থাকা শ্রমিকদের বেতন ৮০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আনোয়ার চৌধুরী ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে নেত্রকোনার বিজ্ঞ আমলী আদালতে( মামলা নং (১)২০২১) দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোস্তাক আহমেদ, লাহুত ইয়ার চৌধুরী, আবুল খায়ের ও আইনুল সহ অনেকে জানান, আমাদের এলাকার হাওর অঞ্চল হওয়ায় বৈশাখের ধান উঠানোর জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় কলাগাছিয়া কিল্লা নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে এলাকার কৃষকরা খুব উপকৃত হতো। এ প্রকল্প জিয়া মাস্টারসহ কয়েকজন কাজ বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করলে এলাকার মানুষ বোর ফসল তোলার জন্য খুব উপকার আসতো। ওই এলাকার প্রত্যন্ত ভাটি অঞ্চল ও এক ফসলী ধানের উপর নির্ভরশীল হওয়ার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করলে এলাকার শত শত মানুষ উপকৃত হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন, যে জায়গাটিতে হিলিফের প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল সেটির আমার দাদার নামে সিএস আর এস। এটি আমাদের পূর্বপুরুষের জমি এবং সেই জায়গাতে আমরা সংশোধনী মামলা করেছি।
চাঁদাবাজি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেদিন ঘটনা সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে সেদিন আমি স্কাউট প্রোগ্রামে ছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্যে মামলা হয়েছে।
এলজিইডির সহকারি প্রকৌশলী শাহরিয়ার বলেন, কলাগাছিয়া হাওর কেল্লা নির্মাণ প্রকল্পের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা থাকার কারণে প্রকল্পের কাজ স্থগিত রয়েছে।