পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান রানা (২৩) এবং রোমন তালুকদার (২৬) নামে দুই মাদক কারবারীকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। শুক্রবার রাত ১২ টায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা এলাকায় তাদের আটক করা হয়।
জানা যায়, আটককৃত আবু সাঈদ খান রানা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকার গ্রামের আ: লতিফ খানের ছেলে এবং রোমন তালুকদার উপজেলা আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে। রানা খান বিশকাকুনী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল বাসার খানের ছোট ভাই। এলাকাবাসি জানান, রানা খান ছাত্রলীগ নেতার পরিচয়ে এবং তার বড় ভাই যুবলীগ নেতা আবুল বাসার খানের ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এলাকায় রানা খানই প্রথম মাদক আমদানী করে নিয়ে আসে বলেও জানান স্থানীয়রা। এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়নি দিনের পর দিন চালিয়ে আসছিল রমরমা মাদক ব্যবসা। আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে রোমন তালুকদার ছাত্রলীগ নেতার পরিচয়ে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আলা উদ্দিন ,এএসআই সালাহ উদ্দিন, শাহীনুল বারী, মিনহাজ, ফজলুল হকসঙ্গীয় ফোর্স ইয়াবাসহ তাদের আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।