কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় আইন-শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেও হেফাজত ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) ভোর থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
হরতালের সমর্থনে ভোর থেকে হেফাজতের নেতাকর্মীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে জড়ো হয়ে পিকেটিং করতে দেখা যায়। সকাল থেকেই আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
এতে চরম বিপাকে পরেছেন সাধারন মানুষ। অনেককেই পায়ে হেঁটেই বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। জেলা শহরের বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।