শিমুল শাখাওয়াতঃ
শোষণ বঞ্চনার পথ পেরিয়ে সশস্ত্র সংগ্রামের পর যুদ্ধবিধ্বস্ত যে দেশ ‘তলাবিহীন ঝুড়ি’র তকমা নিয়ে শুরু করেছিল যাত্রা; সেই বাংলাদেশ উন্নতির গতিতে বিশ্বকে তাক লাগিয়ে পূর্ণ করল ৫০ বছর। সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশের প্রস্তুতির মধ্যেই উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার সুখবরটি আসে। আর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এসেছে উদযাপনের দ্বিগুণ প্রাপ্তি হয়ে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে সমগ্র বাঙালি আজ শপথ নিচ্ছে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার।
এরই প্রেক্ষিতে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস। পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান এর নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যগণ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুজ্জামান শফিক, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সিনিয়র সদস্য শফিকুল আলম শাহীন, জুলফিকার আলী শাহীন, জাকির আহমেদ কামাল, নূর উদ্দিন মন্ডল দুলাল, মোহাম্মদ গোলাম মোস্তফা, নোমান শাহরিয়ার, পান্না আক্তার সাওদা, সুহাদা মেহজাবিন, শাখাওয়াত হোসেন শিমুল, মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান ও আল মুনসুর।