কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় ছাগলকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান ও মোটর সাইকেল সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে বাগড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল সাইফুল নেত্রকোনা কোর্ট পুলিশে নিযুক্ত নেত্রকোনা পুলিশের একজন সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কোর্ট পুলিশের কনস্টেবল সাইফুল মোটর সাইকেল যোগে নেত্রকোনার দিকে আসছিলেন। দুপুর ২টার দিকে মহাসড়কের বাগড়া নামক স্থানে ছাগলকে বাঁচাতে প্রাণিটির সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা চালায় সাইফুল। এসময় বিপরীত দিকে থেকে আসা নীল রংয়ের পিকআপ ভ্যানের সাথে মটর সাইকেলের সংঘর্ষ বাঁধে।
এতে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সাইফুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং এ দুর্ঘটনায় ছাগলটিও মারা গিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম কোর্ট পুলিশের কনস্টেবল নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি।