কে. এম. সাখাওয়াত হোসেন : কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতার দেশব্যাপী অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের উদ্যোগে নেত্রকোনায় মাস্ক বিতরন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে পতিপাদ্য করে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় শহরের মোক্তারপাড়ায় পৌরসভার মোড় থেকে শুরু করে নাগড়া ব্রীজ পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে যাত্রী সাধারণ, গাড়ী চালক, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মাস্ক বিতরন করা হয়।
এরআগে পৌরসভা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনায় পুলিশের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচী শহরের অন্যান্য স্থানে পালন করা হবে বলে জানান।

আলোচনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, ২নং ওয়ার্ডের কমিশনার মহসিন আলম, রেড ক্রিসেন্ট সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাংবাদিক আলপনা বেগম, রেড ক্রিসেন্টের যুব প্রধান এসএম জিল্লুর রহমান রাজীব সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মানিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন, মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম, মধুমাছি কচিকাঁচা মেলার সম্পাদক এ.টি.এম.এ রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আবু নাসের তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক এসএম আরিফুল হোসেন পুতুল, রেড ক্রিসেন্ট নেত্রকোনা ইউনিটের (ইউএলও) রুমা আক্তার সহ রেড ক্রিসেন্ট ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।