মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : মদন-নেত্রকোনা সড়কের উপর দিয়ে পাইপ দিয়ে মাটি পেলে বালু উত্তোলন করায় ফজলে এলাই কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
জানা যায়, উপজেলার নেত্রকোনা মদন সড়কের উপর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা চানগাও সাহাপুর গ্রামের হারেস উদ্দিনের ছেলে ফজলে এলাহীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ইং সনের ৪ (১) ধারার অপরাধে ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু উত্তোলন কারী কে জরিমানা করা হয়েছে ।