মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মদনে বুধবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বেলা বাড়ার সাথে সাথে একে একে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন মদন পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ,মদন সরকারি ডিগ্রী কলেজ, জাহাঙ্গীরপুর সরকারি টি আমীন পাইলট উচ্চ বিদ্যালয়, মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, জোবাইদা রহমান মহিলা কলেজ, প্রাথমিক শিক্ষা অফিস সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, কেক কাটা, শিশু সমাবেশ ও আনন্দ র্যালী, আলোচনা সভা ও রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে, মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান একলাছ’ এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মদন পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, মদন সরকারি কলেজের প্রফেসর শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি একে এম সাইফুল ইসলাম হান্নান, জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার একে এম শামসুল হক খসরু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ সমবায় কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কাউন্সিল এর বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।